দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পাশাপাশি এবার একই আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় নেতা ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম। রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে দিনাজপুর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তিনি এই মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়নপত্র সংগ্রহের সময় তাঁর সমর্থকদের হাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত একটি প্রত্যয়নপত্র দেখা গেছে। যেখানে দিনাজপুর-৩ আসনে সৈয়দ জাহাঙ্গীর আলমকে দলের মনোনীত প্রার্থী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত মঙ্গলবার (২৩ ডিসেম্বর) একই আসন থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ। আজ সেই মনোনয়নপত্রটি জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়ার কথা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, "দলের উচ্চপর্যায়ের নির্দেশনা অনুযায়ী আমি দিনাজপুর-৩ আসনের জন্য মনোনয়ন ফরম উত্তোলন করেছি। আমরা দলীয় চেইন অব কমান্ডের বাইরে কোনো কাজ করি না।"
একই আসনে দুই হেভিওয়েট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহের বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আইনি জটিলতা বা কৌশলগত কারণে বড় দলগুলো অনেক সময় একই আসনে একাধিক প্রার্থীকে মনোনয়ন দিয়ে থাকে।
উল্লেখ্য, দিনাজপুর-৩ আসন থেকে এবারই প্রথম নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন খালেদা জিয়া। এর আগে এই আসনটি খালেদা জিয়ার বড় বোন প্রয়াত খুরশিদ জাহান হকের দখলে ছিল, যিনি সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
এখন শেষ পর্যন্ত কে এই আসন থেকে চূড়ান্তভাবে লড়বেন, তা জানতে মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।




Comments