সন্ত্রাসীদের গুলিতে নিহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির আসনে নির্বাচন করবেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটওয়ারী।
রোববার (২৮ ডিসেম্বর) এ তথ্য জানান এনসিপির যুগ্ম মুখপাত্র আরিফুর রহমান তুহিন। তিনি বলেন, শহীদ ওসমান হাদির ময়দান ঢাকা-৮। আরেক বিপ্লবী নাসিরুদ্দিন পাটওয়ারী শাপলা কলি প্রতীকে লড়বেন এ আসনে।
দলীয় সূত্র জানায়, শহীদ ওসমান হাদির রাজনৈতিক আদর্শ ও আন্দোলনের ধারাবাহিকতা বজায় রাখতেই এই আসনে নাসিরুদ্দিন পাটওয়ারীকে প্রার্থী করা হয়েছে। এনসিপি মনে করছে, এই প্রার্থিতা শুধু একটি নির্বাচন নয়, বরং শহীদের আদর্শ ও গণআন্দোলনের প্রতিফলন।




Comments