কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন আন্দোলনের অন্যতম নেতা ও দলটির মুখ্য সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা রাকিবুল ইসলামের নিকট তিনি এই মনোনয়নপত্র দাখিল করেন।
মনোনয়নপত্র জমাদানের সময় হাসনাত আব্দুল্লাহর সাথে ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও কুমিল্লা উত্তর জেলা সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, যিনি জোটগত সমঝোতার অংশ হিসেবে নিজের প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়েছেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, “দেবিদ্বারের জননন্দিত নেতা ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান সাইফুল ইসলাম শহীদ ভাই ইনসাফ কায়েমের স্বার্থে এবং জোটের ঐক্য বজায় রাখতে নিজের মনোনয়ন প্রত্যাহার করে যে উদারতা দেখিয়েছেন, তা অনন্য। ওনার এই ত্যাগের প্রতি আমরা সর্বোচ্চ মর্যাদা রাখব। দেশের প্রতি ও ইনসাফের প্রতি আমাদের যে অঙ্গীকার, তা শহীদ ভাইয়ের এই মহানুভবতার মধ্য দিয়েই আরও শক্তিশালী হলো।”
হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, “আজ আমি একা মনোনয়নপত্র জমা দিতে আসিনি। আমার সাথে রয়েছেন জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারের সদস্যরা এবং জামায়াতে ইসলামীর নেতা-কর্মীরা। আন্দোলনে শহীদদের অপূরণীয় আকাঙ্ক্ষা ও জাতীয় যে প্রত্যাশা রয়েছে, আমাদের এই জোট তা পূরণে বদ্ধপরিকর।”
এ সময় উপস্থিত ছিলেন দেবিদ্বার উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম, সাবেক নায়েবে আমির গোলাম মোস্তফা সরকার (ভিপি), অ্যাডভোকেট ওয়াইদুল হক, জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা শাখার সিনিয়র যুগ্ম সমন্বয়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম সমন্বয়ক সাইফুল ইসলাম শামীম ও শামীম কাউসার।
বিশেষভাবে উপস্থিত ছিলেন জুলাই বিপ্লবে শহীদ সাইফুল ইসলাম তন্ময়ের বাবা সফিকুল ইসলাম রানা এবং শহীদ সাব্বিরের মা রিনা আক্তারসহ আন্দোলনের আহত ও শহীদ পরিবারের সদস্যরা।
মানবকণ্ঠ/ডিআর




Comments