Image description

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ আনোয়ার হোসেন মোল্লা নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের নিকট মনোনয়নপত্র দাখিল করেছেন।

সোমবার (২৯ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়ন দাখিলকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলা ও রূপগঞ্জ উপজেলার শীর্ষ নেতৃবৃন্দ, স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। এ সময় জেলা প্রশাসক কার্যালয় এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

মনোনয়ন দাখিল শেষে মোঃ আনোয়ার হোসেন মোল্লা গণমাধ্যমকে বলেন, নারায়ণগঞ্জ-১ আসনের সাধারণ মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ ব্যবস্থা। আমি আল্লাহর ওপর ভরসা করে জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি।

তিনি আরও বলেন, এই আসনের উন্নয়নকে রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে রেখে সকল শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করাই আমার অঙ্গীকার।

এ সময় জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ বলেন, নারায়ণগঞ্জ-১ আসনে মোঃ আনোয়ার হোসেন মোল্লা একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ তাকে বিপুল ভোটে বিজয়ী করবে।

মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে জেলা প্রশাসন কার্যালয় চত্বরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা যায়।