Image description

দলীয় মনোনয়ন না পেয়ে শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবেই নির্বাচনী লড়াইয়ে নামলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে তিনি ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আবুবকর সরকারের কাছে মনোনয়নপত্র জমা দেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের দুই ইউনিয়ন) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনী প্রতীক হিসেবে তিনি ‘হাঁস’ বরাদ্দ চাইবেন বলে জানা গেছে।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুমিন ফারহানা এক আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তিনি বলেন, “১৯৭৩ সালে আওয়ামী লীগের জোয়ারের সময় আমার বাবা (অলি আহাদ) স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছিলেন। রাব্বুল আল আমিনের কী অদ্ভুত পরিকল্পনা, ২০২৬ সালে এসে আমাকে বিএনপির জোয়ারের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়তে হচ্ছে।”

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “এই নির্বাচন জনগণের নির্বাচন। এটি কোনো ব্যক্তির লড়াই নয়। জনগণ এবার ভোটের মাধ্যমে সবকিছুর জবাব দেবে বলে আমি বিশ্বাস করি।”

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনটি বিএনপির নেতৃত্বাধীন জোটের শরিক দল জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। সেখানে জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়তের সহ-সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবিব। এ আসনে ব্যারিস্টার রুমিন ফারহানা বিএনপির অন্যতম শক্তিশালী মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

এদিকে, জোটের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিবও আজ সরাইল উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন। এ সময় তাঁর সঙ্গে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলামসহ বিএনপি ও জোটের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দিয়ে মাওলানা জুনায়েদ আল হাবিব বিএনপি ও জোটের সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।

মানবকণ্ঠ/ডিআর