তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে দেশের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও পেশাজীবী সংগঠন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার ইন্তেকালের খবরে সারা দেশে নেমে আসে শোকের ছায়া।
দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত শোক কর্মসূচির চিত্র নিচে তুলে ধরা হলো
চট্টগ্রাম
নগর বিএনপির কার্যালয় নাসিমন ভবনে শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার দুপুরে নাসিমন ভবনে জড়ো হয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা। কালো পতাকা উত্তোলন করা হয় এবং দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, ‘বেগম খালেদা জিয়া ছিলেন ১৮ কোটি মানুষের নেত্রী। তার মৃত্যুতে জাতি একজন খাটি দেশপ্রেমিককে হারাল।’
চট্টগ্রাম-৯ আসনের প্রার্থী আবু সুফিয়ান ও নগর যুবদল নেতা মোশাররফ হোসেন দিপ্তীসহ অনেকেই স্মৃতিচারণ করেন। এছাড়া রাউজানের নোয়াজিষপুর ইউনিয়নে এবং উত্তর জেলা বিএনপির উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সিরাজগঞ্জ
খালেদা জিয়ার মৃত্যুতে সিরাজগঞ্জের কাজিপুরসহ পুরো জেলায় শোকের আবহ বিরাজ করছে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদসহ জেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। কাজিপুর উপজেলা বিএনপি ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়।
দিনাজপুর
দিনাজপুরের কৃতি সন্তান বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছে দিনাজপুর সাংবাদিক সমিতি, ঢাকা (ডিজেএডি)। সংগঠনের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হুমায়ুন চিশতি এক শোকবার্তায় বলেন, ‘গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদান জাতি চিরদিন স্মরণ করবে।’
ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল প্রেস ক্লাবের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়েছে। সংগঠনের সভাপতি পেয়ার আলী ও সাধারণ সম্পাদক রুহুল আমিন এক বিবৃতিতে বলেন, ‘নারী শিক্ষাসহ দেশের উন্নয়নে তার অবদান অনস্বীকার্য।’
টাঙ্গাইল
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দলীয় কার্যালয়ে কোরআন তেলাওয়াত, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ কর্মসূচি পালন করা হয়। টাঙ্গাইল-১ আসনের বিএনপি প্রার্থী ফকির মাহবুব আনাম স্বপনসহ স্থানীয় নেতারা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন।
ফেনী
ফেনীর পরশুরামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল হালিম মানিকসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কুমিল্লা
মুরাদনগর উপজেলার বড়ইয়াকুড়ী জব্বারিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের আহ্বানে কোরআন খতমের আয়োজন করা হয়েছে।
নীলফামারী
খালেদা জিয়ার মৃত্যুতে সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে নীলফামারী জেলা বিএনপি। মঙ্গলবার সকালে কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়।
পিরোজপুর
পিরোজপুরের নাজিরপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানানো হয়েছে। ক্লাব সভাপতি কে এম সাঈদ ও সাধারণ সম্পাদক এস এম সিপার এক শোকবার্তায় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করেন।
পটুয়াখালী
পটুয়াখালী প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার রাতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রেস ক্লাবের আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেনের সভাপতিত্বে দোয়া পরিচালনা করেন আলহাজ মাওলানা আবু সাঈদ। ক্লাবের সদস্যরা তিন দিনব্যাপী শোক পালনের সিদ্ধান্ত নিয়েছেন।
গাজীপুর
৩৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডার অ্যাসোসিয়েশন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আবুবকর সরকার ও সম্পাদক মো. তুহিন হোসেন এক শোকবার্তায় তাকে একজন ‘প্রভাবশালী রাষ্ট্রনায়ক’ ও ‘গণতন্ত্রের ধারক’ হিসেবে উল্লেখ করেন।
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা জেলা বিএনপির কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও শোকবই খোলা হয়েছে। জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ শোকবইয়ে স্বাক্ষরের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন।
দেশের প্রতিটি প্রান্তে রাজনৈতিক ভেদাভেদ ভুলে সর্বস্তরের মানুষ প্রিয় নেত্রীর বিদায়ে শোকাহত। বিভিন্ন মসজিদে দোয়া ও মোনাজাতের মাধ্যমে তার আত্মার শান্তি কামনা করা হচ্ছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments