Image description

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার আগে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া ও ক্ষমা চেয়েছেন তাঁর বড় ছেলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় জানাজা শুরুর ঠিক আগে পরিবারের পক্ষ থেকে তিনি এই আহ্বান জানান।

আবেগঘন বক্তব্যে তারেক রহমান বলেন, "আমার মা বেগম খালেদা জিয়া জীবিত থাকতে আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকলে দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি ব্যক্তিগতভাবে সেই ঋণ পরিশোধ করে দেবো।"

তিনি আরও বলেন, "মায়ের কোনো কথায় বা আচরণে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকেন, তবে দয়া করে তাঁকে ক্ষমা করে দেবেন। তাঁর বিদেহী আত্মার মাগফিরাতের জন্য আপনারা সবাই দোয়া করবেন।"

জানাজার আনুষ্ঠানিকতা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার সংক্ষিপ্ত জীবনী ও রাজনৈতিক সংগ্রাম তুলে ধরেন। এরপরই পরিবারের পক্ষে বক্তব্য দেন তারেক রহমান।

এদিন মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন এলাকায় লাখো মানুষের উপস্থিতিতে জানাজা সম্পন্ন হয়। জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিদেশি কূটনীতিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জানাজা শেষে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় চন্দ্রিমা উদ্যানে সমাহিত করার প্রক্রিয়া শুরু হয়।

মানবকন্ঠ/আরআই