Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে এখন পর্যন্ত অন্তত ৯৯ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে সর্বোচ্চ ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশের।

সংশ্লিষ্ট জেলা রিটার্নিং কর্মকর্তাদের কার্যালয় থেকে প্রাপ্ত তথ্যানুযায়ী, গত বৃহস্পতিবার ও শুক্রবার সারা দেশে এই যাচাই-বাছাই কার্যক্রম পরিচালিত হয়। মূলত হলফনামায় তথ্যের ভুল, ঋণখেলাপি হওয়া এবং স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে ভোটারদের ভুয়া তথ্যের মতো অসংগতির কারণে এসব মনোনয়ন বাতিল করা হয়েছে।

নির্বাচনী লড়াই থেকে ছিটকে পড়া প্রার্থীদের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে জাতীয় পার্টি (জাপা), যাদের ৮ জন প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে। এছাড়া যুদ্ধাপরাধের দায়ে নিবন্ধন হারানো ও বর্তমানে নতুন করে সক্রিয় হওয়া বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৩ জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।

অন্যান্য রাজনৈতিক দলগুলোর মধ্যে নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও খেলাফত মজলিসের ২ জন করে প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। এছাড়া জাতীয় পার্টি (আনিসুল-রুহুল), বাংলাদেশ জাতীয় পার্টি, বাসদ (মার্ক্সবাদী), ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ ও বাংলাদেশ কংগ্রেসের ১ জন করে প্রার্থী অযোগ্য ঘোষিত হয়েছেন।

কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্রটি বর্তমানে স্থগিত রাখা হয়েছে। রিটার্নিং কর্মকর্তা জানিয়েছেন, তাঁর দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগ পাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন বর্জন বা দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়া বিএনপির অন্তত ৮ জন নেতার প্রার্থিতা বাতিল হয়েছে। সমর্থক ভোটারদের তথ্যে গরমিল পাওয়ায় তাঁদের বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্বাচন কমিশনের ঘোষিত সময়সূচি অনুযায়ী, সারা দেশে সকল আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম আগামীকাল রোববার (৪ জানুয়ারি) পর্যন্ত চলবে।

যাঁদের মনোনয়নপত্র বাতিল হয়েছে, তাঁরা সংক্ষুব্ধ হয়ে আগামী ৫ থেকে ৯ জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। দাখিলকৃত আপিলগুলোর নিষ্পত্তি করা হবে ১০ থেকে ১৮ জানুয়ারির মধ্যে। সকল আইনি প্রক্রিয়া শেষে আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

মানবকন্ঠ/আরআই