আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কার্যক্রম শুরু করেছে বিএনপির নবগঠিত কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি। কমিটির প্রথম আনুষ্ঠানিক বৈঠকে যোগ দিতে রোববার (৪ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে পৌঁছেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিকেল ৫টায় শুরু হওয়া এই গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করছেন কমিটির চেয়ারম্যান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বৈঠকটিকে কেন্দ্র করে গুলশান কার্যালয় ও এর আশপাশে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও বাড়তি তৎপরতা লক্ষ্য করা গেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে ৪১ সদস্যবিশিষ্ট এই শক্তিশালী নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এছাড়া ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু। কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্বে আছেন মো. ইসমাইল জবিউল্লাহ।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু, সুসংগঠিত ও সমন্বিতভাবে পরিচালনার লক্ষ্যেই এই অভিজ্ঞ ও দায়িত্বশীল নেতাদের সমন্বয়ে কমিটি কাজ করবে। আজকের প্রথম বৈঠকে মূলত নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি ও কৌশলগত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
মানবকন্ঠ/আরআই




Comments