Image description

রাজধানীর তেজগাঁওয়ে গুলিতে নিহত স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুছাব্বির আগে থেকেই নিজের জীবন নিয়ে শঙ্কিত ছিলেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ মর্গে স্বামীর মরদেহ নিতে এসে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী সুরাইয়া বেগম। সেখানে তিনি জানান, মুছাব্বির প্রায়ই বলতেন— "আমাকে যেকোনো সময় মেরে ফেলতে পারে। আমার অনেক শত্রু তৈরি হয়ে গেছে। কে কোন দিন আমাকে মেরে ফেলবে, সেটা বলাও যাবে না।"

সুরাইয়া বেগম জানান, জীবননাশের এই আশঙ্কার কারণে মুছাব্বির সব সময় অত্যন্ত সতর্ক থাকতেন এবং একা চলাফেরা করতেন না। তবে রাজনৈতিক শত্রুতা বা বিস্তারিত কোনো বিষয় তিনি পরিবারের কাছে প্রকাশ করতেন না। বুধবার (৭ জানুয়ারি) বিকেলে বাড়ি থেকে বের হওয়ার সময়ও রাতে ফেরার কথা ছিল তাঁর, কিন্তু সেই ফেরাই হলো শেষ ফেরা।

উল্লেখ্য, গত বুধবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে তেজতুরী বাজারের স্টার কাবাবের গলিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের গুলিতে নিহত হন ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মুছাব্বির। এ সময় তাঁর সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যানচালক সমিতির সাধারণ সম্পাদক আবু সুফিয়ান মাসুদও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ জানিয়েছে, অপরাধীদের শনাক্ত করতে তদন্ত চলছে। এদিকে মুছাব্বিরের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবার ও রাজনৈতিক সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মানবকণ্ঠ/আরআই