Image description

কুমিল্লা-৪ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অন্যতম সংগঠক হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বাতিল চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছেন বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। শুক্রবার (৯ জানুয়ারি) ইসিতে এই আপিল আবেদন জমা দেওয়া হয়।

এর আগে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এক আইনি জটিলতায় বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নির্বাচনে অংশগ্রহণের পথ রুদ্ধ হয়ে যায়। ঋণখেলাপির তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়ার হাইকোর্টের আদেশটি চেম্বার আদালত স্থগিত করে দেন। এর ফলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তাঁর প্রার্থিতা এখন সংকটে। ঠিক এর পরদিনই তিনি প্রতিদ্বন্দ্বী হাসনাত আবদুল্লাহর মনোনয়ন বাতিলের দাবিতে ইসিতে আবেদন জানালেন।

গত ৩ জানুয়ারি কুমিল্লার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান জেলার ১১টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই করেন। সেদিন হাসনাত আবদুল্লাহ এবং মঞ্জুরুল আহসান মুন্সী—উভয়ের মনোনয়নপত্রই বৈধ ঘোষণা করা হয়েছিল। ওইদিন কুমিল্লার মোট ১০৭ জন প্রার্থীর মধ্যে ৩১ জনের মনোনয়ন বাতিল করা হয় এবং ৭৬ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, স্বাক্ষর সংক্রান্ত ত্রুটি, ভোটার তালিকায় অসামঞ্জস্যতা এবং ব্যাংক সংক্রান্ত কাগজপত্রের ঘাটতির কারণে অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুযায়ী বাতিল হওয়া প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাচ্ছেন।

মানবকণ্ঠ/আরআই