Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে আগামী ২২ জানুয়ারি (বৃহস্পতিবার) সিলেট সফরে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান তারেক রহমান। ওইদিন সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রচার কাজ শুরু করবেন।

শনিবার (১০ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তার এই সফরসূচির তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে ২১ জানুয়ারি প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

দলীয় সূত্রে জানা গেছে, সিলেট সফরকালে তারেক রহমান সিলেট ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের নির্বাচনী জনসভা ও পথসভায় বক্তব্য রাখবেন। সফরসূচি অনুযায়ী, যাওয়ার পথে তিনি সিলেট-২ আসনে বিএনপি নেত্রী তাহসীনা রুশদী লুনার সমর্থনে বিশ্বনাথ উপজেলার লামাকাজী বাজারে আয়োজিত পথসভায় ভাষণ দেবেন। এরপর সুনামগঞ্জের প্রবেশদ্বার ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে কলিম উদ্দিন আহম্মেদ মিলনের পথসভায় অংশ নেবেন তিনি।

সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী নুরুল হক নুরুলের সমর্থনে শহরের বালুর মাঠে এক বিশাল জনসভায় তারেক রহমানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখার কথা রয়েছে। এছাড়া তিনি সুনামগঞ্জ-৩ আসনের প্রার্থী এম কায়ছার আহমদের সমর্থনে শান্তিগঞ্জে আয়োজিত পথসভায় ভাষণ দেবেন।

সফরের অন্যতম প্রধান আকর্ষণ হিসেবে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে একটি বিশাল বিভাগীয় জনসভা অনুষ্ঠিত হবে। সেখানে তারেক রহমান সিলেট বিভাগের সকল বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

সফরসূচিতে আরও রয়েছে সিলেট-৩ আসনের প্রার্থী আব্দুল মালেকের সমর্থনে পথসভা এবং মৌলভীবাজার ও শ্রীমঙ্গলে আয়োজিত একাধিক নির্বাচনী কর্মসূচি। ঢাকা ফেরার পথেও তিনি বিভিন্ন স্থানে সংক্ষিপ্ত পথসভায় জনগণের সাথে মতবিনিময় করবেন।

তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সিলেট ও সুনামগঞ্জের নির্বাচনী আসনগুলোতে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রিয় নেতাকে একনজর দেখতে এবং তার বক্তব্য শুনতে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে।

মানবকণ্ঠ/ডিআর