Image description

আগামী ফেব্রুয়ারিতে দেশে একটি সুষ্ঠু নির্বাচন হলে বাংলাদেশকে আর কেউ পেছনে টেনে ধরতে পারবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ উপজেলা ও সদরের ৪ ইউনিয়ন) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী রাশেদ খান।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভায় রাশেদ খান তার রাজনৈতিক সংগ্রামের স্মৃতি চারণ করে বলেন, “আমি ঝিনাইদহের সন্তান, সদর উপজেলায় আমার জন্ম। ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমেই আমার রাজনীতিতে আসা। সে সময় আমার সামনে দুটি পথ ছিল- হয় পড়ার টেবিলে ফিরে যাওয়া, না হয় আন্দোলনে নেতৃত্ব দেওয়া। আমি আন্দোলনের পথ বেছে নিয়েছিলাম। ফলস্বরূপ আমাকে ১৮ দিনের রিমান্ডে নিয়ে অমানুষিক নির্যাতন করা হয়েছিল। কিন্তু আমরা মাথা নত করিনি এবং সফল হয়েছিলাম। সেই আন্দোলনই পরবর্তীতে সরকার পতনের আন্দোলনে রূপ নেয়।”

দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে। তিনি আমাকে মূল্যায়ন করে ঝিনাইদহ-৪ আসনে মনোনয়ন দিয়েছেন। আমি আশা করব, এখানকার সকল স্তরের নেতাকর্মী অতীতের সব মান-অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে বিজয়ী করতে কাজ করবেন।”

নিজের বিরুদ্ধে চলা ষড়যন্ত্রের কথা উল্লেখ করে তিনি বলেন, “আমাকে অনেক রকম হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমি কোনো পাল্টা অভিযোগ বা ষড়যন্ত্রে জড়াতে চাই না। আমি সবাইকে বুকে জড়িয়ে নিয়ে একসঙ্গে কাজ করতে চাই। আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে কেউ বিএনপি করে বা অন্য দল করে বলে তাকে হয়রানি করা হবে না। এলাকায় শান্তি প্রতিষ্ঠা করা হবে। স্পষ্ট করে বলতে চাই চাঁদাবাজি, জুলুম ও নিপীড়নের রাজনীতি আর চলবে না।”

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে রাশেদ খান বলেন, “যারা অতীতে জুলুম-নিপীড়ন করেননি তারা নির্ভয়ে থাকবেন। আমরা শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন করব। সরকারি অফিস-আদালত থেকে দুর্নীতি চিরতরে বন্ধ করা হবে। কোনো সরকারি সেবা পেতে অতিরিক্ত অর্থ বা বিশেষ সুপারিশের প্রয়োজন হবে না। এছাড়া মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে।”

মতবিনিময় সভায় কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঝিনাইদহ-৪ আসনের মনোনয়ন প্রত্যাশী হামিদুল ইসলাম হামিদসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর