Image description

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের মঙ্গলবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন, অন্তর্বর্তী সরকার দেশে নাৎসিবাদ কায়েম করছে। তিনি বলেন, “আওয়ামী লীগের ভোটারদের মামলার ভয় দেখানো হচ্ছে। পুলিশ গ্রেপ্তারের হুমকি দিচ্ছে। নেতা-কর্মীদের আদালত থেকে মৃত অবস্থায় বের করা হচ্ছে। এভাবে দেশে নাৎসিদের মতো কার্যক্রম চালানো হচ্ছে।”

তিনি সতর্ক করে বলেন, যারা নিজেদের সরকারের নিয়োগকর্তা মনে করছেন, তাদেরও পরিণতি ভালো হবে না। “মনে রাখবেন, অ্যাডলফ হিটলারকে ঠেকাতে হবে। দেশকে রক্ষা করতে হবে।”

নির্বাচনকে কেন্দ্র করে জাতীয় পার্টি বাধার মুখে পড়ছে জানিয়ে কাদের অভিযোগ করেন, “অত্যন্ত অন্যায়ভাবে আমাদের নেতা-কর্মীদের মিথ্যা মামলায় বাধা দেওয়া হচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নেই। পুলিশ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা মামলা-হামলার হুমকি দিচ্ছে। কেউ জামিন পেলেও নতুন করে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার দেখানো হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, “এই অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে মামলা নিয়ে বাণিজ্য চলছে। শহীদদের রক্তের ওপর ভর করে তারা ক্ষমতা দীর্ঘায়িত করার চেষ্টা করছে। ৯৯ শতাংশ মামলা মিথ্যা হলেও জামিন দেওয়া হচ্ছে না।”

কাদের বলেন, “কোনো তদন্ত বা অভিযোগপত্র ছাড়া নেতা-কর্মীদের জেলে আটকে রাখা হচ্ছে, যাতে তারা এলাকায় না যেতে পারে ও নির্বাচনের কাজ করতে না পারে। উদ্দেশ্যমূলকভাবে এসব করে লেভেল প্লেয়িং ফিল্ড ব্যাহত করা হচ্ছে।”

গণভোটের বিষয়ে তিনি মন্তব্য করেন, “তারা যেভাবে গণভোট করছে, তা অবাস্তব ও অদ্ভুত। সংবিধান অনুযায়ী এটি বৈধ নয়। আমরা দেশের স্বার্থে গণভোটে ‘না’ ভোট দেব এবং জনগণকে বলব, গণভোটকে না বলুন, দেশ বাঁচান।”

এদিকে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির ১৯৬ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে বলে জানান দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী।

মানবকণ্ঠ/আরআই