বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কড়াইল বস্তির বাসিন্দাদের জন্য মর্যাদার সঙ্গে মাথা গোঁজার ঠাঁই দেওয়ার জন্য বহুতল ভবন নির্মাণ করে ছোট ছোট ফ্ল্যাট বানানোর আশ্বাস দিয়েছেন। তিনি বলেন, এখানে যারা থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে ফ্ল্যাটগুলো সরাসরি তাদের কাছে হস্তান্তর করা হবে, যাতে এলাকার মানুষের একটি নিরাপদ ও স্থায়ী বসবাসের ব্যবস্থা হয়।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর বনানীর টিঅ্যান্ডটি কলোনিতে কড়াইলবাসীর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে তারেক রহমান এই প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা. জোবায়দা রহমানও উপস্থিত ছিলেন। তিনি বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে, অতীতেও দেশের পরিচালনার সময় মানুষের প্রতি যেসব প্রতিশ্রুতি দিয়েছেন, সেগুলো রক্ষা করার চেষ্টা করেছেন।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি জানান, কড়াইল এলাকায় উঁচু বহুতল বিল্ডিং তৈরি করা হবে, পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবা ঘরে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। এলাকায় ক্লিনিক ও হাসপাতাল স্থাপন করে শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা হবে। নারীদের অর্থনৈতিক সক্ষমতার জন্য “ফ্যামিলি কার্ড” বিতরণের পরিকল্পনাও রয়েছে।
তারেক রহমান ব্যক্তিগত আবেগ জড়িয়ে বলেন, তিনি নিজেও এই এলাকার সন্তান এবং এলাকার মানুষের বিপদে-আপদে পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইব্রাহিম বিন আলী। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, ডা. ফরহাদ হালিম ডোনারসহ ঢাকা মহানগর উত্তর বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments