Image description

নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চের নতুন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. জজ মিয়া। সম্প্রতি সংগঠনের জেলা কমিটি পুনর্গঠনের মাধ্যমে সর্বসম্মতিক্রমে তাকে এই দায়িত্ব দেওয়া হয়।

নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় মো. জজ মিয়া বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে ধারণ করে নারায়ণগঞ্জে জিয়া মঞ্চকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে কাজ করব। গণতন্ত্র, জাতীয়তাবাদ ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগঠনকে রাজপথে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।”

তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত করে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করাই তার অন্যতম লক্ষ্য। পাশাপাশি জেলা পর্যায়ে সামাজিক ও মানবিক কার্যক্রম জোরদার করা হবে বলেও জানান তিনি।

নতুন সভাপতি নির্বাচিত হওয়ায় জেলা জিয়া মঞ্চের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মো. জজ মিয়াকে অভিনন্দন জানান এবং তার নেতৃত্বে সংগঠন আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, জিয়া মঞ্চ বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী একটি সংগঠন হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছে।