শহীদ ওসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত জামায়াতে ইসলামী তাদের লড়াই অব্যাহত রাখবে বলে ঘোষণা দিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর মিরপুর আদর্শ স্কুলমাঠে আয়োজিত জামায়াতের নির্বাচনি সমাবেশে এ কথা বলেন তিনি।
জামায়াত আমির বলেন, আগে একজন ওসমান হাদি ছিল, এখন ১৮ কোটি হাদি তৈরি হয়েছে। হাদির উদ্দেশে তিনি বলেন, তুমি যে স্বপ্ন নিয়ে সংগ্রামে নেমেছিলে, সেই স্বপ্ন বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের লড়াই থামবে না।
নারীদের নিরাপত্তা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, নারী সমাজের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে জামায়াত অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীরা সম্মানের সঙ্গে দায়িত্ব পালন করবেন এবং নারী-পুরুষ সবাই মিলেই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে।
একই সঙ্গে তিনি মায়েদের সম্মান নিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মায়েদের ইজ্জতের প্রশ্নে কোনো আপস করা হবে না। সব কিছু সহ্য করা গেলেও এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না।
চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে জামায়াত আমির বলেন, সরকারি ট্যাক্সের বাইরে যে তথাকথিত ‘বেসরকারি ট্যাক্স’ আদায় করা হয়, তা বন্ধ করা হবে। ভিক্ষুকসহ সাধারণ মানুষের কাছ থেকেও যে জোরপূর্বক চাঁদা নেওয়া হয়, তা আর চলতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, দেশবাসী আর কোনো ভোটচোর দেখতে চায় না। দুর্নীতিবাজ, চাঁদাবাজ ও দখলদারদের দিয়ে সুন্দর বাংলাদেশ গড়া সম্ভব নয়। ঘুণে ধরা রাজনীতি ও ক্ষমতার কাঠামো পরিবর্তনে গণভোটে মানুষ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে রায় দেবে।
নতুন করে ফ্যাসিবাদের উত্থান হলে তার পরিণতিও অতীতের মতোই হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির।
মানবকণ্ঠ/আরআই




Comments