Image description

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে বিএনপি ও ১০ দলীয় জোট সমর্থিত প্রার্থী, গণঅধিকার পরিষদের সভাপতি এবং ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর আনুষ্ঠানিকভাবে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে গলাচিপার কালিকাপুর নূরিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তব্যের শুরুতে ভিপি নুর বলেন, "বাংলাদেশের এ অঞ্চলে বিগত নির্বাচনগুলোতে লড়াই হতো নৌকা আর ধানের শীষের মধ্যে। কিন্তু এবারের নির্বাচনে ব্যালটে নৌকাও নেই, ধানের শীষও নেই। বর্তমানে 'ট্রাক' প্রতীকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রকৃত প্রতিনিধি।"

বিদ্রোহী প্রার্থীদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, "আমি বিএনপির সাথে সমঝোতা করে এই প্রতিকূল পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে নির্বাচন করছি। বিএনপি আমাদের অফিসিয়ালি সমর্থন দিয়েছে। কিন্তু দলের সিদ্ধান্ত অমান্য করে কেউ কেউ তারেক রহমানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্বাচন করছেন। শুনেছি তারা অফিস খুলে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ব্যবহার করছেন। দল থেকে বহিষ্কৃত হয়ে তারা দলের পরিচয় দিতে পারেন না। এ বিষয়ে কঠোর প্রতিরোধ গড়ে তোলার জন্য আমি বিএনপি নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি।"

উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. ফারুক খলিফার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন— জেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শিপলু খান, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সভাপতি ইকতিয়ার রহমান কবির, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোবহান মিয়া প্রমুখ।

এছাড়াও গণঅধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী সভায় উপস্থিত ছিলেন। প্রচারণা শুরুর প্রথম দিনেই নুরের এই জনসভাকে কেন্দ্র করে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

মানবকণ্ঠ/ডিআর