Image description

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনি প্রচারণার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। আগামী রোববার (২৫ জানুয়ারি) তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে একাধিক জনসভা ও কর্মসূচিতে অংশ নেবেন। শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

নির্ধারিত সূচি অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন তারেক রহমান। সেখানে দলের নীতিগত দিক, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে।

এরপর সকাল ১১টায় তিনি চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত জনসমাবেশে বক্তব্য দেবেন। এ সমাবেশ ঘিরে চট্টগ্রাম মহানগরসহ আশপাশের জেলা থেকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির প্রস্তুতি চলছে।

চট্টগ্রামের কর্মসূচি শেষে তিনি ফেনীর উদ্দেশে রওনা হবেন এবং ফেনী পাইলট কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।

এরপর কুমিল্লার চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি—এই তিনটি স্থানে পর্যায়ক্রমে জনসমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

দিনের শেষ কর্মসূচি হিসেবে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে এক জনসভায় যোগ দেবেন। সমাবেশ শেষে তিনি গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হবেন।

দলীয় নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়ানো এবং দলের রাজনৈতিক বার্তা তুলে ধরাই বিএনপির মূল লক্ষ্য।

মানবকণ্ঠ/আরআই