দিনাজপুরসহ উত্তরাঞ্চলের উন্নয়নের কথা উল্লেখ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সারা বাংলাদেশের তিনভাগের একভাগ খাদ্যের যোগান দেয় দিনাজপুর। কিন্তু বাংলাদেশ দিনাজপুরকে কি দিলো? বৃহত্তর জেলা হিসেবে অনেক এলাকা সিটি কর্পোরেশন হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি দেশ সেবার সুযোগ পায়, তাহলে দিনাজপুর শহরকে সিটি কর্পোরেশনে রূপান্তর করা হবে। সিটি কর্পোরেশন হওয়ার সঙ্গে সঙ্গে এই দিনাজপুরের অনেকগুলো উন্নয়ন অটোমেটিক হয়ে যাবে।
দিনাজপুরের ঐতিহাসিক গোর-এ শহীদ ময়দানে ১০ দলীয় জোট আয়োজিত এক নির্বাচনি জনসভায় শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমরা চাই উত্তরবঙ্গ হোক কৃষি শিল্পের রাজধানী। আমরা সেই কৃষি শিল্প এখানে গড়ে তুলবো, ইনশাআল্লাহ। পুরাতন ধাচে আর কৃষিকে চালানো হবে না। এখানে কৃষিকে আধুনিকায়ন করে, আধুনিক লজিস্টিক সরবরাহ করে আমরা জমির উৎপাদন বাড়িয়ে তুলব। কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে। জেলায় জেলায় সংরক্ষাণাগার গড়ে তোলা হবে।
জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে জনসভায় বক্তব্য রাখেন, দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, দিনাজপুরের-১ আসনের জামায়াতের প্রার্থী মো. মতিউর রহমান, দিনাজপুর-২ আসনের জামায়াতের প্রার্থী অধ্যক্ষ একেএম আফজালুল আনম, দিনাজপুর-৩ আসনের জামায়াত প্রার্থী মো. মইনুল আলম, দিনাজপুর-৪ আসনের জামায়াত প্রার্থী আফতাবউদ্দীন মোল্লা, দিনাজপুর-৫ আসনের ১০ দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টির নেতা ডা. মো. আব্দুল আহাদ, দিনাজপুর-৬ আসনের জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলাম প্রমুখ।




Comments