Image description

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসছেন। শনিবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় নগরের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু চট্টগ্রামে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক প্রস্তুতি এবং দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে মাঠপর্যায়ের আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

বৈঠকের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক শওকত আজম খাজা বলেন, “বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মহানগর আহ্বায়ক কমিটির ৫৩ জন সদস্যের এই বৈঠক অনুষ্ঠিত হবে। সংগঠনের মাঠপর্যায়ের কার্যক্রম আরও সুসংগঠিত ও শক্তিশালী করার বিষয়ে বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।”

নির্বাচনের প্রাক্কালে এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা। এই বৈঠক ঘিরে চট্টগ্রামের দলীয় নেতাকর্মীদের মাঝেও ব্যাপক চাঞ্চল্য ও উদ্দীপনা দেখা দিয়েছে।

মানবকণ্ঠ/ডিআর