ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির বহিষ্কৃত নেত্রী রুমিন ফারহানার নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ায় সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন বিএনপি কমিটি স্থগিত করা হয়েছে।
সরাইল উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম সালাউদ্দিন বিপ্লব বুধবার (২৮ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। স্থগিত কমিটিতে ৭১ জন সদস্য রয়েছেন।
বিএনপির সহসভাপতি ও সরাইল উপজেলা সভাপতি আনিছুল ইসলাম বলেন, ইউনিয়নের অনেক নেতা-কর্মী দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন এবং দলের প্রার্থীর পক্ষে প্রত্যাশিত ভূমিকা পালন করেননি। তাই সতর্কতার উদ্দেশ্যে কমিটি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। সংশ্লিষ্টরা শৃঙ্খলায় ফিরে এলে ভবিষ্যতে কমিটি পুনর্বহাল করা হতে পারে।
স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, নির্বাচন শুরু হওয়ার পর থেকে শাহজাদাপুর ইউনিয়নের অনেক নেতা-কর্মী দলীয় প্রার্থীর পক্ষে সক্রিয় না হয়ে স্বতন্ত্র প্রার্থী রুমিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন।
মানবকণ্ঠ/আরআই




Comments