জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, নির্বাচনের ঘনিষ্ঠ সময়ে একটি দল সারাদেশে হিংস্র হয়ে উঠছে। তিনি অভিযোগ করেন, ওই দল ফ্যাসিস্টের নামে মামলা বাণিজ্য করছে এবং ভোটের সময় ধানের শীষে ভোট দিলে মামলা প্রত্যাহার করার প্রতিশ্রুতি দিচ্ছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক নির্বাচনী পথসভায় নাহিদ ইসলাম বলেন, “গত ১৭ বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে দমন-পীড়ন চালানো দলটি এখন পুনর্বাসনের চেষ্টা করছে। ১১ দলীয় জোটের প্রার্থীদের ওপর হামলা এবং ভোটকেন্দ্র দখলের চেষ্টা করা হচ্ছে।”
তিনি সতর্ক করে বলেন, “একতরফা হামলা চলতে থাকলে ১১ দলও বসে থাকবে না। জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে জবাব দেবে।”
মানবকণ্ঠ/আরআই




Comments