আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। নতুন রাজনৈতিক দল ও ১১ দলীয় নির্বাচনী ঐক্যের অন্যতম শরিক এই দলটি ‘তারুণ্য ও মর্যাদার ইশতেহার’ শিরোনামে ৩৬ দফা প্রতিশ্রুতি তুলে ধরেছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে লেকশোর গ্র্যান্ড হোটেলের লা ভিতা হলে আনুষ্ঠানিকভাবে ইশতেহারটি প্রকাশ করা হয়।
দলের পক্ষ থেকে জানানো হয়, জুলাই গণঅভ্যুত্থানের ‘৩৬ জুলাই’-এর প্রতীকী গুরুত্বকে সামনে রেখে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। এতে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক মুক্তি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা এবং অন্যায়, দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে।
ইশতেহার ঘোষণার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, দলের মুখপাত্র ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ শীর্ষ নেতারা।
এ ছাড়া অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনৈতিক প্রতিনিধি, সুশীল সমাজের সদস্য এবং দেশি-বিদেশি গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
নতুন রাজনৈতিক শক্তি হিসেবে এনসিপির এই ইশতেহার আসন্ন নির্বাচনে তরুণ ভোটার ও পরিবর্তনকামী জনগণের দৃষ্টি আকর্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
মানবকণ্ঠ/আরআই




Comments