ফ্যামিলি কার্ড নয়, চাঁদাবাজি থেকে বাঁচার জন্য নিরাপত্তা কার্ড চাই: মঞ্জু
আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের মানুষের জন্য ফ্যামিলি কার্ডের চেয়ে চাঁদাবাজি, সন্ত্রাস ও নিপীড়ন থেকে বাঁচার জন্য নিরাপত্তা কার্ড এখন সময়ের সবচেয়ে বড় দাবি।
শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী সরকারি কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মঞ্জু বলেন, “যে কোনো চাঁদাবাজ আমাদের কাছে টাকা চাইলে আমরা নিরাপত্তা কার্ড দেখিয়ে চাঁদা না দিয়ে বাঁচার চেষ্টা করব। এই ব্যবস্থার ঘোষণা দিতে হবে।”
তিনি আরও বলেন, ফেনী শুধু একটি জেলা নয়—এটি ভাষা আন্দোলন ও শহীদদের রক্তে রঞ্জিত গৌরবোজ্জ্বল জনপদ। আজ এখানে গণমানুষের মহাসমুদ্র ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে।
জনসভায় বক্তব্য রাখেন আরও:
জামায়াতের সহকারী সেক্রেটারি এটিএম মাছুম
ডাকসু ভিপি সাদিক কায়েম
ফেনী-১ আসনে প্রার্থী এডভোকেট এসএম কামাল উদ্দিন
ফেনী-৩ আসনে প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক
ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীম
১১ দলীয় জোট প্রার্থী মঞ্জু
মানবকণ্ঠ/আরআই




Comments