Image description

জনগণের দেওয়া ভোটে হাত দিলে, সেই হাত আর থাকবে না’ বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ-৩  গৌরীপুর আসনের ঘোড়া প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের নগুয়া বাজারে উপজেলা প্রবাসী সংগঠনের উদ্যোগে আয়োজিত পথসভায় তিনি এমন বক্তব্য দেন।

তিনি বলেন, মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া লড়াই করেছেন, জেল খেটেছেন। আজকে যখন ভোটের অধিকার ফেরত আসলো, একটি নির্বাচন আসলো তখন আপনারা বলে বেড়াচ্ছেন যারা ভোট দিবেন না ধানের শীষে, তারা যাতে কেন্দ্রে না যান। স্বতন্ত্র প্রার্থী আসলে ট্যাং ভেঙে দিবেন, এই করবেন, সেই করবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এতো পরিশ্রমের ফসল, এতো নির্যাতনের ফসল, দেশনায়ক তারেক রহমান বিদেশে থেকেছেন, সেই নির্বাসিত জীবন যাপন করেছেন, আমাদের মতো রাজপথের নেতাকর্মীরা জেল খেটেছেন, হত্যা হয়েছেন, রক্ত দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, রাজপথে থেকে যুদ্ধ করেছেন, এসবের বিনিময়ে যে ভোট সেই ভোটের অধিকার আপনারা কেড়ে নিবেন? কে আপনারা? আপনারা তো কেউ না। সেই ভোটের জন্য আপনারা লড়েন নাই। এই জন্যই আপনারা এই সমস্ত কথা বলেন। এই জন্যই আপনারা বলেন ভোট দিলে নাকি বাক্স চলে যাবে, গণনা তাদের নামে হবে।

তিনি আরও বলেন, ভোট আমরা যেমনি আদায় করেছি, তেমনি সেই ভোট রক্ষা করতে আমরা জানি। হুমকি দিয়ে, ধামকি দিয়ে কোন লাভ হবেনা। যারা বলছেন তাদের হুশিয়ার করে দিয়ে বলছি, জনগণের দেওয়া এই ভোটের দিকে যদি হাত দেন, সেই হাত আর থাকবে না।

উপজেলা বিএনপির সদস্য মোঃ মঞ্জুরুল হক মঞ্জুর সঞ্চালনায় বক্তব্য দেন, নির্বাচন পরিচালনা কমিটির উপদেষ্টা আবুল হাসিম, শহীদুল ইসলাম ফকির, স্থানীয় বাসিন্দা শরীফ মন্ডল, খোকন, জমিরুল ইসলাম, মোজাম্মেল হক, শেখ আব্দুল হাই, উপজেলা প্রবাসী সংগঠনের প্রচার সম্পাদক মোঃ শামছুল ইসলাম শাহীন প্রমুখ।

পথসভা শেষে সংগঠনের পক্ষ থেকে স্বতন্ত্র প্রার্থী আহাম্মদ তায়েবুর রহমান হিরণের হাতে ৯০ হাজার টাকা অনুদান হিসেবে তুলে দেন তারা।