Image description

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে ১১ দলীয় ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের নির্বাচনী প্রচারণায় পরিকল্পিতভাবে বাধা ও নারী কর্মীদের হেনস্তা করার অভিযোগ উঠেছে। 

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল ৩টায় রামগঞ্জের একটি চাইনিজ রেস্টুরেন্টে এসব ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলনের আয়োজন করেন জোট নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, নির্বাচনী এলাকায় শান্তিপূর্ণ ও নিয়মতান্ত্রিক প্রচারণা চালাতে গেলেই প্রতিপক্ষের বাধার মুখে পড়তে হচ্ছে। বিভিন্ন স্থানে বিলবোর্ড ও পোস্টার ভাঙচুর করা হচ্ছে এবং নেতাকর্মীদের প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিশেষ করে নারী কর্মীদের ওপর হামলার ঘটনাকে জোট নেতারা রাজনৈতিক শিষ্টাচার ও মানবাধিকারের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুর, নোয়াগাঁও, চন্ডিপুর, লামচর, দরবেশপুর, করপাড়া, ভোলাকোট ও ভাট্টা ইউনিয়নের বিভিন্ন স্থানে জোটের প্রচারণায় পরিকল্পিতভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। কাঞ্চনপুর ইউনিয়নের কাওলিডাঙ্গা, নোয়াগাঁওয়ের বলোরা, চন্ডিপুরের মাছিমপুর, লামচরের মজুপুর ও কালিকাপুর এবং ভোলাকোটের দেহলা গ্রামে নারী কর্মীরা শ্লীলতাহানি ও হেনস্তার শিকার হয়েছেন বলে দাবি করা হয়।

বক্তারা আরও জানান, কাঞ্চনপুর ইউনিয়নের জয়পুরা বাজারে তাদের সকল বিলবোর্ড পুড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া নোয়াগাঁও বাজার, দরবেশপুর উচ্চ বিদ্যালয় এবং ভাট্টা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

সংবাদ সম্মেলনে নেতারা প্রশাসনের তীব্র সমালোচনা করে বলেন, সন্ত্রাস ও ভয়ভীতি প্রদর্শন করে তাদের দমিয়ে রাখা যাবে না। তারা অবিলম্বে নির্বাচন কমিশন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং প্রার্থী ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। তারা একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরির জন্য গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— ১১ দলীয় জোটের প্রার্থী মাহবুব আলম, রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির নাজমুল হাসান পাটোয়ারী, সেক্রেটারি ইমরান হোসাইন, এনসিপির উপজেলা আহ্বায়ক মাছুম বিল্লাহ, সদস্য সচিব মাইন উদ্দিন মাসুদ, যুগ্ম সদস্য সচিব মাহমুদুন নবী টিটু এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মিজানুর রহমান প্রমুখ।

মানবকণ্ঠ/ডিআর