
হলিউড খ্যাত লস অ্যাঞ্জেলসে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালিত হয়েছে। ঢাক, ঢোল, কাঁসর-ঘণ্টা, উলুধ্বনি, আর পুরোহিতের চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবী দুর্গার বোধন পূজার মাধ্যমে শুরু হয় এই উৎসবের মূল আনুষ্ঠানিকতা। বেঙ্গলী আমেরিকান হিন্দু সোসাইটির (বিএএইচএস) উদ্যোগে চার্চ অব সাইনটোলজিতে তিন দিনব্যাপী এই পূজার আয়োজন করা হয়।
অমর হালদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সঞ্চয় ঘোষের পরিচালনায় আয়োজিত এই উৎসবে পুরোহিত কমলেন্দু গাঙ্গুলির তত্ত্বাবধানে পূজামণ্ডপে পূজারি ও ভক্তরা সমবেত হয়ে ধর্মীয় অর্চনার মাধ্যমে নিজেদের, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা করেন। প্রবাসী বাংলাদেশি কমিউনিটি এই আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
এবারের দুর্গাপূজায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে মিউজিক্যাল নাইট ছিল অন্যতম আকর্ষণ। এতে মঞ্চ মাতিয়েছেন ইন্ডিয়ান আইডল টপ টেনের শিল্পী দেবারাতি ভট্টাচার্য। এছাড়া, পূজা উপলক্ষে র্যাফেল ড্র এবং ডিনারের আয়োজন করা হয়, যা উৎসবের আমেজকে আরও বাড়িয়ে তোলে।
পূজার সমাপনী মুহূর্তে সংগঠনের পরিচালক সুবর্ন নন্দী তাপস তাদের নতুন প্রকল্প ‘বিএএইচএস মা কালি মহাশ্মশান’ বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন। তিনি আগামী ২৬ অক্টোবর ফান্ড রাইজিং ডিনারে সবাইকে আমন্ত্রণ জানান। এই প্রকল্পের মাধ্যমে প্রবাসী বাঙালি কমিউনিটির ধর্মীয় ও সাংস্কৃতিক কার্যক্রম আরও সমৃদ্ধ করার লক্ষ্য নিয়েছে বিএএইচএস।
লস অ্যাঞ্জেলসের প্রবাসী বাঙালিদের এই উৎসবমুখর আয়োজন শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতাই নয়, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণবন্ত প্রকাশ হিসেবেও বিবেচিত হয়। প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজা প্রবাসী বাঙালিদের মিলনমেলায় পরিণত হয়েছে।
Comments