আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অনলাইন ভোটার নিবন্ধনে প্রবাসীদের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। নিবন্ধন শুরুর ৩৪তম দিনে এসে নিবন্ধিত প্রবাসী ভোটারের সংখ্যা ৬ লাখ অতিক্রম করেছে। নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইট থেকে আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এই তথ্য জানা গেছে।
ইসির হালনাগাদ তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত মোট ৬ লাখ ৩ হাজার ৩১৫ জন প্রবাসী ভোটার নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৩ হাজার ৩১১ জন এবং নারী ভোটার ৪০ হাজার ২ জন।
প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে গত ১৮ নভেম্বর ‘পোস্টাল ভোট বিডি’ (Postal Vote BD) অ্যাপ উদ্বোধন করা হয় এবং ১৯ নভেম্বর থেকে পুরোদমে নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের এই সুযোগ থাকবে। অর্থাৎ ভোটার হওয়ার জন্য প্রবাসীদের হাতে আর মাত্র দুই দিন সময় বাকি রয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিরা এই অ্যাপের মাধ্যমে নিবন্ধন করছেন। তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে সৌদি আরব থেকে, যার সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৬৮৩ জন। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে কাতার, যেখান থেকে ৫২ হাজার ৭৯২ জন নিবন্ধন করেছেন। এছাড়া ওমান, মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, কুয়েত, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, ইতালি, কানাডা এবং দক্ষিণ কোরিয়া থেকেও উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী নিবন্ধিত হয়েছেন।
ইসি জানিয়েছে, যারা অ্যাপের মাধ্যমে সফলভাবে নিবন্ধন করবেন, তাদের ঠিকানায় ডাকযোগে ‘পোস্টাল ব্যালট’ পাঠানো হবে। ভোটাররা ব্যালটে পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠিয়ে দেবেন। ডাকযোগে প্রাপ্ত এই ভোটগুলো নির্বাচনের মূল ফলাফলের সঙ্গে যুক্ত হবে।
গত ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ভোটার ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩৪ জন। সারা দেশে মোট ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রে ২ লাখ ৪৪ হাজার ৬৪৯টি ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।




Comments