আবুধাবি বিগ টিকিট সিরিজ ২৮১- এর ড্রতে পুরস্কার জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত দুই প্রবাসী বাংলাদেশি। তারা প্রত্যেকে পাবেন ১ লাখ দিরহাম। বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকা।
স্থানীয় সময় মঙ্গলবার র্যাফেল ড্রতে বিজয়ীরা হলেন আবুধাবিতে বসবাসরত আমরু মিয়া ও আজমাইনের মোহাম্মদ আরিফুল। পুরস্কারের অর্থ কীভাবে ব্যবহার করবেন, সে বিষয়ে এখনো সিদ্ধান্ত নেননি তারা। তবে জয়ের খবর পেয়ে দুজনই আবেগাপ্লুত হয়ে পড়েন। আমরু বলেন, ‘আমি খুব খুশি। বিশ্বাসই করতে পারছি না’। তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় একই কথা বলেন মোহাম্মদ আরিফুল।
‘বিগ টিকিট’ হলো আমিরাতের বৈধ র্যাফেল ড্র। তাদের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ১৯৯২ সালে আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ছোট র্যাফেল ড্র হিসেবে এর যাত্রা শুরু হয়। তখন যাত্রীদের টিকিট কেনার মাধ্যমে আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ দেওয়া হতো। পরে এর জনপ্রিয়তা বাড়ে। উদ্যোক্তাদের দাবি, তিন দশকেরও বেশি সময় ধরে এর মাধ্যমে বিপুল অঙ্কের পুরস্কার বিতরণ করা হয়েছে।




Comments