
বিশ্ব ইজতেমার ইতিহাসে এবারই প্রথম দুই পর্বে তিনটি আখেরি মোনাজাতের মাধ্যমে রবিবার শেষ হলো ৫৮তম বিশ্ব ইজতেমা। এ ছাড়া এবারই প্রথম ইজতেমা ময়দানে পালিত হয়েছে পবিত্র শবেবরাত। ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ সাহেবের পরিচালনায় আখেরি মোনাজাত শুরু হয় বেলা ১২টা ৪০ মিনিটে এবং শেষ হয় ১টা ১০ মিনিটে।
মোনাজাতে অংশ নিতে গাজীপুরের টঙ্গী তুরাগ তীর দেশের বিভিন্ন জেলার মুসল্লিদের উপস্থিতিতে ভরপুর হয়ে উঠে। এর আগে, রোববার ফজরের নামাজের পর বয়ানের মধ্যে দিয়ে শুরু হয়েছে মাওলানা সাদ অনুসারীদের তৃতীয় ধাপের বিশ্ব ইজতেমার শেষ দিনের কর্মসূচি।
সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, আখেরি মোনাজাত সফলভাবে শেষ হয়েছে। মোনাজাতে বিশ্বের মুসলিম জাতির মঙ্গল কামনা করা হয়েছে।
এদিকে মাওলানা সাদ অনুসারীদের আয়োজিত ৫৮তম বিশ্ব ইজতেমার এ পর্বে গত ১৪ ফেব্রুয়ারি অংশ নেন দেশ ও বিদেশের মুসল্লিরা। ইজতেমার সকল আনুষ্ঠানিকতা শেষে দুপুর ১২টা ৪০ মিনিটে শুরু হয় আখেরি মোনাজাত।
গাজীপুর মহানগর পুলিশের কমিশনার ড. মো. নাজমুল করিম খান বলেন, ইজতেমার এ পর্বে গত পর্বের চেয়ে ভোগান্তি কম। আমাদের সবকয়টি সড়ক সচল রয়েছে। মুসল্লিরা মোনাজাত শেষে নির্বিঘ্নে যেতে পারবে।
প্রসঙ্গত, ১৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিশ্ব ইজতেমার (সাদ পন্থি) দ্বিতীয় পর্ব। এর আগে একই ময়দানে ৩১ জানুয়ারি থেকে জোবায়ের পন্থিদের প্রথম পর্বের দুই দফার বিশ্ব ইজতেমা ৫ ফেব্রুয়ারি শেষ হয়।
মানবকণ্ঠ/আরআই
Comments