Image description

রাজনৈতিক অঙ্গনে নির্বাচনকে ঘিরে উত্তেজনা (ক্লাইমেক্স) বাড়তে শুরু করেছে। তিনি সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওতে এসব কথা বলেন।

জিল্লুর রহমান উল্লেখ করেন, ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত সাক্ষাৎকারে পতিত সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো আংশিকভাবে হলেও জুলাই-আগস্টে ঘটে যাওয়া হত্যাকাণ্ডের দায় খানিকটা স্বীকার করে নিয়েছেন। তিনি মনে করেন, নেত্রী হিসেবে এই দায় তারও, যদিও পুরোপুরি সেটা স্বীকার না করে দায় চাপিয়েছেন পুলিশ প্রশাসন ও তাদের ওপর।

তিনি আরও বলেন, রাজনৈতিক অঙ্গনে কিছুদিন ধরে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, বিএনপি ২৩৭ জন প্রার্থী ঘোষণার মধ্য দিয়ে সেটাকে একটা নির্বাচনী মুডে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে এবং খানিকটা সফলও হয়েছে।

জিল্লুর রহমানের ভাষ্য অনুযায়ী, জামায়াতে ইসলামী এবং তাদের মিত্ররা বেশ শক্ত কথাবার্তা বলছে। এমনকি ১০-১১ তারিখের মধ্যে তাদের দাবি পূরণ না হলে ঢাকাকে অচল করে দেওয়ারও হুমকি দিয়েছে। তিনি জানান, আওয়ামী লীগ নিষিদ্ধ না হলেও তাদের কার্যক্রম অফিশিয়ালি স্থগিত রয়েছে।

জিল্লুর রহমান আরও বলেন, আওয়ামী লীগ ১৩ তারিখে সারা দেশে লকডাউন কর্মসূচি দিয়েছে। একদিকে জামায়াত, অন্যদিকে আওয়ামী লীগ মিলে পরিস্থিতি অস্থিতিশীল করার একটা বড় আয়োজন চলছে। অন্যদিকে সরকার বলছে, নির্বাচন এক দিনও কেউ পেছাতে পারবে না। বিএনপিও অন্য কোনো কথা শুনতেই রাজি নয়; তারা নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে এবং গন্তব্যে পৌঁছাবেই।