জনপ্রিয় ইসলামিক বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার সাবেক স্ত্রী সাবিকুন নাহার আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। গত ২১ অক্টোবর তাদের বিচ্ছেদ হলেও মাসখানেকের ব্যবধানে যাবতীয় মান-অভিমান ভুলে তারা পুনরায় সংসার শুরু করেছেন।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসের মাধ্যমে সাবিকুন নাহার নিজেই এই সুখবর নিশ্চিত করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে সাবিকুন নাহার জানান, দুনিয়ার নশ্বরতা, পরকালের চিন্তা এবং বিশেষ করে সন্তানদের মুখের দিকে তাকিয়ে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন। মেয়ে আয়িশা তার বাবাকে খুঁজত, আর ছেলে উসমান তার মায়ের অভাব বোধ করত। সন্তানদের এই হাহাকার তাদের পুনরায় এক হতে উদ্বুদ্ধ করেছে।
তিনি লিখেন, “বাচ্চারা বাবা-মাকে খোঁজে। আয়িশা প্রতিনিয়ত বাবাকে খোঁজে—‘বাবা যাবো, বাবা গাড়ি, বাবা কই?’ এই শব্দগুলোর ওজন মাপার সাধ্য কারও নেই। অন্যদিকে উসমানও মাকে পাচ্ছে না, যা হৃদয়বিদারক।”
অতীতের বিচ্ছেদ প্রসঙ্গে সাবিকুন নাহার স্বীকার করেন যে, তাদের মধ্যে রাগ, জেদ ও সীমালঙ্ঘন ছিল। পাশাপাশি কিছু ভুল বোঝাবুঝি এবং বাইরের কুপ্রভাব (মানুষ ও জিন শয়তান বা বিচ্ছেদের জাদু) কাজ করেছে।
তিনি বলেন, “আমাদের ভুল ছিল। কিছু ভুল বুঝেছি, কিছু বোঝানো হয়েছে। উসমানের বাবার প্রতি প্রগাঢ় মহব্বত থেকেই অস্থির হয়েছি। তবে তাকদিরের লিখন মেনে নিয়েছি। দুরাচার শয়তান সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছিল।”
সবশেষে আল্লাহর শুকরিয়া আদায় করে তিনি জানান, শয়তানকে তারা জিততে দেননি। উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে, এটাই তাদের কাছে বড় স্বস্তি। স্ট্যাটাসের শেষে তিনি লেখেন, “আলহামদুলিল্লাহি রব্বিল আলামীন। উসমান ও আয়িশা তাদের বাবা-মাকে ফিরে পেয়েছে!”




Comments