৫ আগস্টের পর তারেক রহমান দেশে ফিরলে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনাই ঘটত না: রনি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি গত বছরের (২০২৪) ৫ আগস্টের পর পরই দেশে ফিরতেন, তবে বর্তমানে যেসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে, তা এড়ানো সম্ভব হতো বলে মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি এসব কথা বলেন।
গোলাম মাওলা রনি বলেন, ‘বাংলাদেশে গত ১৪ মাসে যা কিছু হয়েছে, তারেক রহমান যদি ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ৮ আগস্ট এই তিন দিনের মধ্যে দেশে ফিরতেন, তাহলে পুরো বাংলাদেশ তার নিয়ন্ত্রণে থাকত। তিনি যাকে ইচ্ছা তাকে প্রধান উপদেষ্টা বানাতে পারতেন। এমনকি তিনি ২০২৪ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী হতে পারতেন এবং তার কথামতোই নির্বাচন হতো।’
তিনি আরও বলেন, ‘তারেক রহমান যদি বাংলাদেশে আসতে চাইতেন, তাহলে ৫ আগস্ট থেকে ১৫ আগস্ট পর্যন্ত বা ধানমন্ডির ৩২ নম্বরের বাড়ি ভাঙার আগ পর্যন্ত সময়টা তার জন্য নিরাপদ ও অনুকূলে ছিল। ওই সময়ে তিনি দেশে ফিরলে অনেক কিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব হতো।’
বিএনপি নেতাদের সমালোচনা করে রনি বলেন, ‘গত ১৪ মাস ধরে বিএনপির নেতারা বলে আসছেন তারেক রহমান আজ আসবেন, নভেম্বরের প্রথম সপ্তাহে আসবেন; তার জন্য বাড়ি ভাড়া করা হচ্ছে, ধোয়ামোছা চলছে। এসব কথাবার্তা তারেক রহমানকে বিপদের মধ্যে ফেলেছে। সেই বিপদ এখন রাহুগ্রাসের মতো পুরো বিএনপিকে ঘিরে ধরেছে।’
সাবেক এই সংসদ সদস্য বলেন, ‘দলের এই দোদুল্যমান অবস্থান এবং সময়মতো সিদ্ধান্ত না নেওয়ার কারণেই বেগম জিয়ার জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তাকে দেশে আসার ব্যাপারে এখন স্পষ্ট করে কথা বলতে হচ্ছে।’




Comments