নিজ নির্বাচনি এলাকায় গিয়ে জনসাধারণের তীব্র রোষানলে পড়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) অন্যতম নেতা ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
রোববার (৭ ডিসেম্বর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ এলাকায় মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গেলে এ ঘটনা ঘটে। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রহমতপুর-বাবুগঞ্জ-মুলাদী-হিজলা সড়কের আড়িয়াল খাঁ নদীর ওপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন ব্যারিস্টার ফুয়াদ। সেখানে তিনি মন্তব্য করেন, ‘স্থানীয়দের চাঁদা দাবির কারণে সেতুর কাজ স্থগিত ছিল।’
তার এই বক্তব্যের পরপরই উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে ওঠে। তারা ব্যারিস্টার ফুয়াদকে ঘিরে ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিতে শুরু করে। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তিনি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করেন। এ সময় বিক্ষুব্ধ জনতাকে স্লোগান দিতে শোনা যায়- ‘ফুয়াদের দুই গালে, জুতা মারো তালে; ফুয়াদের চামড়া, তুলে নেব আমরা।’
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, স্লোগানের মুখে ব্যারিস্টার ফুয়াদ কিছুটা বিচলিত ও অসহায় অবস্থায় সহযোগীদের সহায়তায় দ্রুত ওই স্থান থেকে সরে যাচ্ছেন।




Comments