হতাশার এক টুর্নামেন্ট কাটল ফ্রান্সের। যদিও ২০২৪ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সেমিফাইনাল খেলেছে কিন্তু তাদের পারফরম্যান্স ছিল একেবারেই সাদামাটা। ভাগ্যবিধাতার আশীর্বাদে টুর্নামেন্টে টিকে থাকা ফরাসিদের বিদায় ঘন্টা বাজিয়েছে স্প্যানিশরা। বাড়ি ফেরার আগে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী তারকা কিলিয়ান এমবাপ্পে বলেছেন- স্পেন ফাইনালে যাওয়ার যোগ্য।
মঙ্গলবার (৯ জুলাই) সেমিফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরেছে ফ্রান্স। শুরুতে লিড পেলেও শেষতক হার দেখেছে দিদিয়ের দেশমের দল। সেমির পর এমবাপ্পে বলেছেন, ‘ফাইনালে যাওয়ার জন্য আমরা তেমন কিছু করতে পারিনি। তারা (স্পেন) আমাদের চেয়ে ভালো খেলেছে, তারা ফাইনালে যাওয়ার যোগ্য এবং আমরা বাড়ি যাচ্ছি।’
পুরো আসরে মাত্র ১টি গোল পেয়েছেন এমবাপ্পে। সেটাও এসেছে পেনাল্টি থেকে। তাই নিজ পারফরম্যান্স নিয়েও হতাশ এমবাপ্পে। বলেছেন, ‘আমাদের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হওয়ার উচ্ছাকাঙ্ক্ষা ছিল। আমার ভালো একটি ইউরো কাটানোর লক্ষ্য ছিল। আমি কিছুই করতে পারিনি। এটা হতাশার।’
সেমিতে শেষ দিকে দলকে সমতায় ফেরানোর দারুণ সুযোগ পেয়েছিলেন এমবাপ্পে। কিন্তু গোলরক্ষক উনাই সাইমনকে একা পেয়েও গোলপোস্টের উপর দিয়ে শট নেন তিনি। এ প্রসঙ্গে বলেছেন, ‘আমি ডিফেন্ডারদের ছাড়িয়ে গিয়েছিলাম এবং সবকিছু পক্ষে ছিল। আমি ভাবছিলাম, আমাকে স্কোর করতেই হবে বা অন্তত লক্ষ্যে থাকতে হবে। কিন্তু (বল) বারের উপর দিয়ে গেছে। এটাই ফুটবলের কঠিন বাস্তবতা এবং আমরা বাড়ি যাচ্ছি।’
মানবকণ্ঠ/আরএইচটি
Comments