Image description

চট্টগ্রামের নিজেদের প্রথম ইনিংসে পৌনে ছয়শ রান করেই ইনিংস ছাড়ে দক্ষিণ আফ্রিকা। যেই পিচে শুরু থেকেই সাবলীল ব্যাটিং করে এতো রান করেছে প্রোটিয়ারা, সেই পিচই যেন রীতিমতো ভয়ঙ্কর হয়ে উঠেছে বাংলাদেশের জন্য। দিনের শেষ বেলায় নয় ওভার ব্যাটিং করতেই হারিয়ে ফেলেছেন চার ব্যাটারকে। আলোকস্বল্পতায় দিনটা আগেভাগে শেষ না হলে হয়তো আরও বড় বিপদে পড়তে পারতো টাইগাররা।

বুধবার (৩০ অক্টোবর) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ৩৮ রান করেছে বাংলাদেশ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ৬ উইকেটে ৫৭৫ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ এখনও ৫৩৭ রান পিছিয়ে আছে স্বাগতিকরা। ইনিংস হার এড়াতেও প্রয়োজন ৩৩৮ রান।

বিস্তারিত আসছে...