ফ্রান্সে এক নারীকে যৌন নিপীড়নের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন ফুটবলার উইসাম বেন ইয়েদের। ফরাসি এই স্ট্রাইকারকে দুই বছরের স্থগিত কারাদণ্ড দিয়েছে আদালত। দেড় বছর স্থগিতসহ ৩৪ বছর বয়সী এই ফুটবলারের দুই বছর ছয় মাসের কারাদণ্ড চেয়েছিলেন প্রসিকিউটর।
বেন ইয়েদেরের একজন আইনজীবী মঙ্গলবার এক বার্তা সংস্থাকে বলেন, ক্ষতিপূরণ হিসেবে ভুক্তভোগীকে পাঁচ হাজার ইউরো দিতে এই ফুটবলারকে নির্দেশ দিয়েছে আদালত।
দক্ষিণাঞ্চলীয় শহর নিসের আদালত ওই নারীর চিকিৎসা ব্যয় বহন করতেও আদেশ দিয়েছে বেন ইয়েদেরকে, যিনি নেশাগ্রস্ত অবস্থায় যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়েছিলেন। বাদীর একজন আইনজীবী বিচার চলাকালে বলেন, নিপীড়নের শিকার নারী স্তম্ভিত ছিলেন এবং ২৫ হাজার ইউরো ক্ষতিপূরণ চেয়েছেন।
গত সেপ্টেম্বরে এক নারী মামলা করার পর বেন ইয়েদেরের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবেন তিনি। ফ্রেঞ্চ রিভেরায় গাড়িতে ওই ঘটনার পর বেন ইয়েদেরকে অল্প সময়ের জন্য আটক করা হয়েছিল। প্রথমে গাড়ি না থামানোয় রাতে তার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তার ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করার নির্দেশও দিয়েছে আদালত। বিচারের সময় বেন ইয়েদের বলেন, তিনি এতটা মাতাল ছিলেন যে, কোনো ধরনের যৌন নির্যাতনের কথা তার মনে নেই। গত বছর ফ্রান্সের দক্ষিণে আরেকটি ঘটনায় বেন ইয়েদেরের বিরুদ্ধে ধর্ষণ, ধর্ষণের চেষ্টা এবং যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছিল।
Comments