Image description

বুন্দেসলিগায় উড়ছে চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। শতভাগ জয়ের ধারা বজায় রেখে গতকাল রাতে তারা ৪–০ গোলে উড়িয়ে দিয়েছে ভেরডার ব্রেমেনকে। বায়ার্নের জয়ের রাতে নতুন রেকর্ড গড়েছেন হ্যারি কেইন। জোড়া গোল করে বায়ার্নের হয়ে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করেন এই ইংলিশ স্ট্রাইকার।

ইউরোপের শীর্ষ ৫ লিগে একটি ক্লাবের হয়ে দ্রুততম এক শ গোলের রেকর্ড গড়লেন কেইন। বায়ার্ন ফরোয়ার্ড এই মাইলফলকটি গড়লেন ১০৪ ম্যাচে। এর আগে রেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছিলেন ১০৫ ম্যাচে শত গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো ও আর্লিং হলান্ড। ২০১১ সালে রোনালদো রেকর্ডটি গড়েছিলেন রিয়াল মাদ্রিদের হয়ে। গত বছর তাঁর রেকর্ড ছুঁয়ে ফেলেন হলান্ড।