Image description

শারজাহতে বিশ্ব ক্রিকেটে এক নতুন অধ্যায় লিখল নেপাল। প্রথমবারের মতো কোনো আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে জয়ের স্বাদ পেল তারা। দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ১৯ রানে হারিয়ে ইতিহাস গড়েছে রোহিত পাউডেলের দল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটিই ছিল নেপালের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ এবং প্রথম কোনো পূর্ণ সদস্য দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজের সূচনা। আর সেই অভিষেককেই স্মরণীয় করে রাখল হিমালয়ের দেশটি। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব বিভাগেই ছাপিয়ে গেছে তারা। নেপালের ছয় ব্যাটার ছক্কা হাঁকিয়েছেন, ছয় বোলার পেয়েছেন অন্তত একটি করে উইকেট। ফিল্ডিংয়েও ছিল দুর্দান্ত।

টস জিতে ফিল্ডিং নেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক আকিল হোসেইন। ৩.১ ওভারে দুই ওপেনার হারিয়ে বিপাকে পড়ে নেপাল। তবে অধিনায়ক রোহিত পাউডেল ও কুশল মাল্লার জুটি ম্যাচে ফেরায় দলকে। মাল্লার ছক্কার ঝড়ে গতি আসে ইনিংসে। যদিও পরবর্তীতে নাভিন বিদাইসির স্পিনে নেপালের ব্যাটিং চাপে পড়ে। অভিষিক্ত এই লেগ স্পিনার ৪ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন। শেষদিকে হোল্ডারও এক ওভারে ৩ উইকেট শিকার করেন। তবে ওয়েস্ট ইন্ডিজের ক্যাচ মিসের সুযোগ নিয়ে ৮ উইকেট হারিয়ে ১৪৮ রানের সংগ্রহ দাঁড় করায় নেপাল।

জবাবে ব্যাট হাতে আশানুরূপ করতে পারেনি ক্যারিবীয়রা। কাইল মায়ার্স চার মেরে শুরু করলেও দ্রুত রান আউট হন। আকিম অগাস্ট কিছুটা আক্রমণাত্মক খেললেও ইনিংস বড় করতে পারেননি। পাওয়ার প্লেতে ৪০/২ করার পর স্পিনের ঘূর্ণিতে জড়িয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ধীর পিচে বড় শট খেলা কঠিন হয়ে দাঁড়ায়।

জেসন হোল্ডারের ওপর ভরসা ছিল সফরকারীদের, কিন্তু তিনিও মাত্র ৫ রানেই আউট হন। শেষ ওভারে ফাবিয়ান অ্যালেনের সামনে ছিল ২৮ রানের লক্ষ্য, কিন্তু তা পূরণ করতে ব্যর্থ হন তিনি। শেষ পর্যন্ত ১৯ রানের ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে নেপাল।

আন্তর্জাতিক ক্রিকেটে পূর্ণ সদস্য দলের বিপক্ষে এটাই নেপালের প্রথম জয়। এর আগে ২০১৪ সালে তারা আফগানিস্তানকে হারালেও তখন আফগানরা ছিল সহযোগী সদস্য। এবার সত্যিকারের ইতিহাস গড়ল নেপাল।