Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা। ক্রিকেটপাড়ায় চলছে নানা আলোচনা-সমালোচনা। বিশেষ করে আমিনুল ইসলাম বুলবুল ও তামিম ইকবাল, এই দুই হেভিওয়েট প্রার্থীর সম্ভাব্য সমঝোতা নিয়ে চলছে জোর জল্পনা। এই বিষয়ে দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুলবুল ও তামিমের মধ্যে সমঝোতার সম্ভাবনা প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন, ‘প্রার্থীদের মধ্যে কী হচ্ছে, না হচ্ছে সে ব্যাপারে আমি অবগত নই। তবে, হতে পারে। তারা দুজনেই সাবেক ক্রিকেটার। একজন অগ্রজ আরেকজন অনুজ। তারা দুজনেই ক্রিকেটের ভালোর জন্যই চাচ্ছেন এমন একটা জায়গায় যদি তারা আসতে পারেন, যেখানে আসলে ক্রিকেটের ভালোটা নিশ্চিত করা যায়।’

তামিম ও বুলবুল দুজনেই পরিচালক পদের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং আজ (২৮ সেপ্টেম্বর) জমাও দিয়েছেন। এতে লড়াইয়ের মঞ্চ আরও জমে উঠেছে।

আসিফ মাহমুদ মনে করেন, যোগ্য প্রার্থীরই বোর্ডে আসা উচিত। তিনি এমন কাউকে চান না যিনি ক্রিকেটের ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারেন। সেক্ষেত্রে দল হিসেবে কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে বাধা আসতে পারে বলে তিনি মনে করেন।

আসিফ বলেন, ‘অনেক সময় দেখা যায় কোনো কারণে দুর্ঘটনাক্রমে এমন লোকজনও চলে আসতে পারে বোর্ডে, যারা আসলে বোর্ডের জন্য বা ক্রিকেটের জন্য যোগ্য না। তারা ক্রিকেটের জন্য ক্ষতিকরও হতে পারে। সেক্ষেত্রে যারা ইলেকশন করছেন তাদের মধ্যে হতে পারে কোনো সমঝোতা হলো না, কিন্তু এমন একটা বোঝাপড়া হওয়া উচিত যে বোর্ডটাকে কীভাবে সামনের দিনে পরিচালনা করবেন। এটা আমার মনে হয়েছে জরুরি। না হলে বোর্ড একটা দল হিসেবে কাজ করতে পারবে না।’