
কলম্বোতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশি বোলারদের সামনে দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা, নাহিদা আক্তার ও রাবেয়া খানের ঘূর্ণিতে তারা দেড়শ রানও করতে ব্যর্থ হয়।
বোলারদের গড়ে দেওয়া শক্তিশালী ভিতের ওপর দাঁড়িয়ে ব্যাট হাতে ছড়ি ঘুরিয়েছেন টাইগ্রেসরা, বিশেষ করে তরুণ ওপেনার রুবাইয়া হায়দার ঝিলিক, যিনি দুর্দান্ত এক ফিফটি উপহার দিয়েছেন।
কলম্বোতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৮ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১২৯ রান সংগ্রহ করে। দলের হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন রামিন শামিম।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ মাত্র ৩১ ওভার ১ বলে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। হাতে ১১৩ বল রেখেই এই সহজ জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। এই জয়ে বিশ্বকাপ মিশনে দারুণ শুভসূচনা করলো বাংলাদেশ।
Comments