
আগামী বছরের ১১ জুন মাঠে গড়াবে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপ। ইতোমধ্যে ৪৮ দলের মধ্যে ২০টি দল তাদের টিকিট নিশ্চিত করেছে। গত রাতে সবশেষ দল হিসেবে ২০১৪ সালের পর দীর্ঘ ১২ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপে ফিরছে আফ্রিকার শক্তিশালী দল আলজেরিয়া। আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপের বাছাইপর্বে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়ে নিশ্চিত করেছে ২০২৬ বিশ্বকাপের টিকিট।
এই জয়ের ফলে আলজেরিয়া বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা ২০তম দল হিসেবে যুক্ত হলো। সোমালিয়ার বিপক্ষে দলের পক্ষে দুটি গোল করেন মোহাম্মদ আমুরা এবং একটি গোল করেন ম্যানচেস্টার সিটির সাবেক তারকা রিয়াদ মাহরেজ।
এর আগে দেশটি ১৯৮২, ১৯৮৬, ২০১০ ও ২০১৪ সালের বিশ্বকাপে অংশগ্রহণ করেছিল। ২০১৪ সালে দলটি শেষ ষোলোতে পৌঁছে ইতিহাস গড়েছিল।
ইতোমধ্যে এশিয়া থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া এবং উজবেকিস্তান।
আফ্রিকা থেকে এখন পর্যন্ত টিকিট নিশ্চিত করেছে আলজেরিয়া, মিশর, মরক্কো ও তিউনিসিয়া।
দক্ষিণ আমেরিকা থেকে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে ও উরুগুয়ে।
ওশেনিয়া অঞ্চল থেকে এখন পর্যন্ত বিশ্বকাপে জায়গা পেয়েছে নিউজিল্যান্ড। এছাড়া থাকছে তিন আয়োজক দেশ কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্র।
Comments