
পাকিস্তানের বিমান হামলায় স্থানীয় তিন ক্রিকেটারের মৃত্যুর ঘটনায় আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে পাকিস্তান, আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল।
তবে শুক্রবার (১৭ অক্টোবর) এসিবি তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বিবৃতিতে জানায়, পাকিস্তানের বিমান হামলায় পাকতিকা প্রদেশে তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়, ‘পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি ফ্রেন্ডলি ম্যাচ খেলে ফেরার পথে আমাদের তিন স্থানীয় ক্রিকেটার পাকিস্তানের বিমান হামলায় প্রাণ হারিয়েছেন। এই মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আসন্ন ত্রিদেশীয় সিরিজ থেকে আফগানিস্তান দল সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। ’
এ সিরিজে পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো খেলতে নামত আফগানিস্তান। কিন্তু দুই দেশের সেনাদের মধ্যে সাম্প্রতিক সীমান্ত সংঘর্ষ এবং বিমান হামলার প্রেক্ষিতে সিরিজটি এখন কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।
গত কয়েক সপ্তাহে আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। সীমান্ত এলাকায় সংঘর্ষের পাশাপাশি আফগান ভূখণ্ডে পাকিস্তানি বিমান হামলায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে বলে কাবুল দাবি করেছে।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি।
Comments