Image description

বাংলাদেশের বসুন্ধরা কিংস অ্যারেনায় আফগানিস্তানের এশিয়ান কাপ বাছাইয়ের হোম ভেন্যু হিসেবে চূড়ান্ত হয়েছিল। আগামী ১৮ নভেম্বর সেখানেই মিয়ানমারের সঙ্গে তাদের ম্যাচ হওয়ার কথা ছিল। তবে মিয়ানমার ঢাকায় খেলতে আপত্তি জানানোয় আফগানিস্তান হোম ভেন্যু পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে।

আফগানিস্তান যেহেতু তাদের এ ম্যাচ ঢাকায় খেলছে না, তাই তারা ১৩ নভেম্বর বাংলাদেশের সঙ্গে ফিফা প্রীতি ম্যাচও খেলতে চায় না বলে একটি সূত্র নিশ্চিত করেছে। এ বিষয়ে অবশ্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এখনো আনুষ্ঠানিক কিছু জানায়নি।

তবে এতে বাফুফে বেশ বিপত্তিতে পড়েছে। তড়িঘড়ি তারা হামজা চৌধুরীদের জন্য ১৩ নভেম্বর প্রীতি ম্যাচের নতুন প্রতিপক্ষ খুঁজতে শুরু করেছে। ইতিমধ্যে নেপালকে আমন্ত্রণ জানিয়েছে বাফুফে।

অল নেপাল ফুটবল ফেডারেশন (আনফা) এখনো তাদের সিদ্ধান্ত জানায়নি। নিজেদের মূল ভেন্যু দশরথ রঙ্গশালা ফিফার নিষেধাজ্ঞার আওতায় থাকায় নেপাল ১৮ নভেম্বর ম্যাচের জন্য হোম ভেন্যু করেছে প্রতিপক্ষ মালয়েশিয়ার একটি স্টেডিয়ামকে। নেপাল চাইছে সে ম্যাচের প্রস্তুতি স্বরূপ মালয়েশিয়াতেই একটি প্রীতি ম্যাচ খেলতে। আনফা সূত্রে জানা গেছে, তারা বাফুফের আমন্ত্রণে ইতিবাচক সাড়া দেওয়ার ব্যাপারে বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত নেবে।