Image description

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপের জন্য দল ঘোষণা করেছে, যেখানে জাতীয় দলের সাবেক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী নেতৃত্ব দেবেন। এই দলে চমক হিসেবে ডাক পেয়েছেন জাওয়াদ আবরার এবং অনূর্ধ্ব-১৯ দলের লেগ স্পিনার স্বাধীন ইসলাম। মেহেরব হোসেন অহীনও দলে জায়গা পেয়েছেন।

আগামী ১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, যা আটটি দল নিয়ে আয়োজিত হবে। মূলত ২০২৪ সাল থেকে 'এ' দলের খেলা ইমার্জিং এশিয়া কাপের নাম পরিবর্তন করে এবার 'রাইজিং স্টার্স' করা হয়েছে এবং এটি লিস্ট 'এ' স্বীকৃতিপ্রাপ্ত একটি টুর্নামেন্ট।

এশিয়া কাপ রাইজিং স্টারস ২০২৫ এর জন্য বাংলাদেশ ‘এ’ দল: জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন, মৃত্যুঞ্জয় চৌধুরী।