জয়ে নারী কাবাডি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে পরাজিত করেছে।
বাংলাদেশের দাপুটে জয়ের আগে শুরুতে লড়াইটা দারুণ করেছে উগান্ডা। তবে প্রথমার্ধে ঠিকই এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতির পর অবশ্য উগান্ডাকে লড়াইয়ের সুযোগ দেয়নি বাংলাদেশ। ফলই তার প্রমাণ। দ্বিতীয়ার্ধে উগান্ডার ১০ পয়েন্টের বিপরীতে ২৮ পয়েন্ট নিয়েছে বাংলাদেশ।
সব মিলিয়ে প্রতিপক্ষকে ৪২-২২ পয়েন্টে হারিয়েছে বাংলাদেশ। দুই অর্ধে দুইবার উগান্ডাকে অলআউট করেন বাংলাদেশের মেয়েরা।
ম্যাচসেরা হয়েছেন বাংলাদেশেল স্মৃতি আক্তার। প্রথম বিশ্বকাপ খেলতে নামা স্মৃতি জানিয়েছেন, পরের ম্যাচগুলো জিততে তারা দৃঢ়প্রতিজ্ঞ।
তিনি বলেছেন, ‘প্রথম ম্যাচ যেহেতু জিতেছি, পরের গুলোও ইনশাআল্লাহ হবে। এটা আমার প্রথম বিশ্বকাপ। দেশের প্রতিনিধিত্ব করতে পেরে অনেক আনন্দ লাগছে। সবাই মিলে বাংলাদেশকে কিছু পদক জয় এনে দেব ইনশাল্লাহ।’




Comments