চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে (বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়াম) হ্যারি টেক্টরের ব্যাটিং তাণ্ডবে বাংলাদেশকে ১৮২ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮১ রান সংগ্রহ করে সফরকারীরা।
দলের হয়ে সর্বোচ্চ ৬৯ রান করেন হ্যারি টেক্টর। মাত্র ৪৫ বলের এই ইনিংসে তিনি ১টি চার ও ৫টি ছক্কা হাঁকান।
ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক। তবে আইরিশরা শুরু থেকেই আক্রমণাত্মক ছিল। ৪.২ ওভারে দলীয় ৪০ রানে তানজিম সাকিবের বলে পল স্টার্লিং (১৮ বলে ২১) ফিরলে প্রথম ব্রেকথ্রু পায় বাংলাদেশ।
এরপর টিম টেক্টর ও হ্যারি টেক্টর জুটি গড়েন। ১৯ বলে ৩২ রান করা টিম টেক্টরকে ফিরিয়ে এই জুটি ভাঙেন রিশাদ হোসেন।
এছাড়া লরকান টাকার ১৪ বলে ১৮ এবং কার্টিস ক্যাম্পার ১৭ বলে ২৪ রান করে আউট হন। জয়ের জন্য বাংলাদেশকে করতে হবে ১২০ বলে ১৮২ রান।




Comments