অস্ট্রেলিয়ার ব্রিসবেনে হেলমেট ছাড়া ই-স্কুটার চালানোর কারণে ইংল্যান্ড ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক বেন স্টোকস, পেসার মার্ক উড এবং উইকেটকিপার ব্যাটার জেমি স্মিথ পুলিশি জটিলতায় পড়তে পারেন। তথ্য জিও সুপারের।
পার্থে প্রথম অ্যাশেজ টেস্টে মাত্র দুই দিনের কম সময়ে লজ্জাজনকভাবে আট উইকেটে হারের পর ইংল্যান্ড দল বুধবার ব্রিসবেনে পৌঁছায়। পরবর্তী ম্যাচের বিরতি দীর্ঘ হওয়ায় এই ৩ ক্রিকেটার শহরটি ঘুরে দেখতে বের হন এবং যাতায়াতের জন্য ই-স্কুটার ব্যবহার করেন।
কিন্তু কুইন্সল্যান্ডের আইন অনুযায়ী, ই-স্কুটার চালানোর সময় হেলমেট বাধ্যতামূলক। তিন ইংলিশ তারকা সেই নিয়ম ভঙ্গ করেন। ছবি ও ভিডিওতে দেখা যায়, তারা কেউই হেলমেট পরেননি। স্মিথের স্কুটারেই একটি হেলমেট ঝুলতে দেখা গেছে, তবু তিনি তা ব্যবহার করেননি।




Comments