পলাশ মুছলের সঙ্গে বিয়ে ভেঙে দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন বিশ্বকাপ জয়ী ভারতের নারী ক্রিকেটার স্মৃতি মান্ধানা। সঙ্গীত পরিচালক পলাশকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে আনফলো করেছেন তিনি। স্বাভাবিক জীবনে ফিরতে ভারতের এই ওপেনার সোমবার নেটে অনুশীলনেও ফিরেছেন।
সামাজিক মাধ্যমে বিয়ে বাতিলের আনুষ্ঠানিক ঘোষণায় স্মৃতি লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জীবন নিয়ে অনেক কানাঘুষা হয়েছে। আমার মনে হয়েছে, এটা নিয়ে এখন কথা বলা জরুরি। আমি খুব অন্তর্মুখী স্বভাবের। বিষয়টা সেভাবেই রাখতে পছন্দ করতাম। কিন্তু আমার অন্তত পরিষ্কার করা উচিত যে, বিয়েটা আনুষ্ঠানিকভাবে ভেঙে গেছে।’
বিয়ের বিষয়টি থেকে আপাতত মনোযোগ খেলায় দিতে চান এবং সামনে এগিয়ে যেতে চান বলেও পোস্টে উল্লেখ করেছেন স্মৃতি, ‘আমি বিষয়টি এখানেই শেষ করছি, আপনারাও সেটাই করলে সবচেয়ে ভালো হয়। দুই পরিবারের গোপনীয়তা রক্ষার এবং আমাদের মতো করে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অনুরোধ করছি।
একটা বড় লক্ষ্য আমাদের সবাইকে তাড়িত করছে। আমার জন্য সেটা দেশের হয়ে সর্বোচ্চ পর্যায়ে প্রতিনিধিত্ব করা। আমি যতদিন সম্ভব ক্রিকেট খেলে যেতে চাই, ভারতের হয়ে শিরোপা জিততে চাই। আমার মনোযোগ সর্বদা এখানেই থাকবে। এখন এগিয়ে যাওয়ার পালা।’
স্মৃতি মান্ধানা ও পলাশ মুছলের গত ২৩ নভেম্বর বিয়ে হওয়ার কথা ছিল। তাদের গায়ে হলুদ পর্যন্ত হয়ে গিয়েছিল। কিন্তু বিয়ের দিন সকালে স্মৃতির বাবা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে বিয়ে স্থগিত করা হয়। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পলাশ মুছলের অন্য নারীর সঙ্গে ব্যক্তিগত পর্যায়ের কিছু আলাপ ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছে, পলাশের প্রতারণার বিষয়টি জেনেই স্মৃতির বাবা অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত বিয়েটা ভেঙে যায়।




Comments